দ্বিপদী মিত্রাক্ষর

[ ]
বাস্তবে কানীন কখনো পায় না তার জন্মাধিকার,
বাস্তবিক হলে আধ্যাত্মিক চিন্তায় সব হয় একাকার।
[ ]
ভাগ্যনিয়ন্তা, বুদ্ধীন্দ্রিয় নিয়ন্ত্রণের প্রজ্ঞা আমাকে দাও,
সত্তার সাধ্যসাধনায় দূর হবে অন্তরাত্মার অবনিবনাও।
[ ]
নেশা শব্দের সাথে আসক্ত যোগ হলে হয় নেশাসক্ত,
নেশা করে নেশাখোর বিভ্রান্ত হলে হয় সে নেশাগ্রস্ত।
[ ]
সবকিছু মাটি থেকে সৃষ্টি এক ফোঁটা জলের সংযোগে,
জল নিঃশেষ হলে মাটিতে মিশে প্রকৃতি-প্রত্যয়যোগে।
[ ]
এমন কিছু কেন তুমি তৈরী করবে যা অন্যরা ভাঙবে,
এমন কিছু তৈরী করো যা ধ্বংসের আগ পর্যন্ত থাকবে।
[ ]
জ্ঞানার্জনে জ্ঞানী মন পঞ্জরে বসে পঞ্চেন্দ্রিয় নিয়ন্ত্রণ করে,
জ্ঞানেন্দ্রিয় প্রয়োগে জ্ঞেয় জ্ঞাপিত হলে জ্ঞাপক জ্ঞাপন করে।
[ ]
মা মাতৃভূমিকে যে সম্মান করে না সে বিশ্বাসহন্তা অসূয়ক,
জাতিভাইকে যে ভালোবাসে না দম্ভী সে সংকীর্ণমনা হিংসক।
[ ]
সংশয় মনে আশঙ্কা, আত্মায় ত্রস্ত ভাব, নিরাশ হয়েছি ব্যর্থ,
আন্তর্যামীকে খুশি করতে পারিনি জানি ইবাদত হয়নি যথার্থ।

এখানে আরও কবিতা আছে

© Mohammed Abdulhaque

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s